Monday 4 May 2015

দুঃখ জোনাকি

নিঃশব্দের এমন সময়ে
আমার বুকের ওপর দিয়ে
হেটে গেছে দুঃখের জোনাকি।
আমি তাকে চিনতে পারিনি।
ভুলে জড়িয়ে নিয়েছি বুকে।
বস্তুত এক আদিম বিভ্রম আমার
মগজে জমা ছিলো আগে থেকেই।
আমি শোক এবং সুখের স্পষ্ট পার্থক্য
ভুলে গিয়েছিলাম।
অথবা ভুলে যাওয়াই আমার নিয়তির নিয়ম।

আজও আমি বিভ্রমের মাশুল গুনে চলেছি,
দুঃখ জোনাকির শোকের আগুনে
আমার বুক পুড়ে গেছে।

Saturday 2 May 2015

তুমি নেই বলে

তুমি নেই বলে
ঘাসফড়িংয়ের ডানায়
বেঁধে দিয়েছি স্বপ্নগুলো
উড়ছে
উড়ুক
উড়ে যাক
চোখ যেদিকে যায়....