Saturday, 2 May 2015

তুমি নেই বলে

তুমি নেই বলে
ঘাসফড়িংয়ের ডানায়
বেঁধে দিয়েছি স্বপ্নগুলো
উড়ছে
উড়ুক
উড়ে যাক
চোখ যেদিকে যায়....

No comments:

Post a Comment