একটি ফেইসবুকীয় শোক সংবাদ...
বিশিষ্ট ফেইসবুকার অমুকবার্গ মারা গেছেন। মারা যাবার পূর্বে তার মরার মত যথেষ্ট বয়স হয়েছিল এবং মরার যথাযোগ্য কারণও ছিলো। তার মৃত্যুতে শোক প্রকাশ করার কথা থাকলেও ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কোন ধরনের শোক প্রকাশ করেননি বলে জানা গেছে।আরও জানা গেছে জীবিত থাকতে তিনি নিয়মিত ফেইসবুক ব্যবহার করতেন। ফেইসবুকে তার হাজার হাজার ফ্রেন্ডস্ এবং ফলোয়ারস্ ছিলো। এমনকি শেষ দিকে এসে তিনি ফেইসবুকে নিজের নামে একটি পেইজও খোলেন যেখানে লাখের কাছাকাছি ফ্যানস্ (এসি,রেগুলেটর কিংবা ফ্রিজও হতে পারে) ছিলো। তিনি মূলত একজন ফেইসবুক সেলিব্রেটি ছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার সময় নির্ধারণ করে ফেইসবুকে ইভেন্ট খুললে সেখানে যোগদানকারী হিসেবে সহস্রাধীক ব্যক্তি কথা দিলেও মূল অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়া কেউই অংশগ্রহন করেনি। দিনশেষে তার পরকালীন শান্তি কামনা করে বিভিন্ন পেইজ এবং গ্রুপে দোয়ার আয়োজন করা হয়। সেখানে তার দীর্ঘ ফেইসবুক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এত বেশি চোখের জল গড়িয়েছে যে ফেইসবুকের ফেইস এবং বুক দুটোই ভেসে গেছে। ফলে সেখানে বাঁধের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। সংবাদ এ পর্যন্তই। ধৈর্য ধরে বিরক্ত হবার জন্য ধন্যবাদ।
স্বপ্ন দেখো হরদম ,হররোজ, সমুখে উন্মুক্ত স্বপ্নদুয়ার ! (প্রাণের কথা বলুন প্রাণ খুলে,লিখুন স্বপ্নদুয়ারে। ফেইসবুক ফ্যানপেইজ www.facebook.com/shopnoduar13 )
Wednesday, 5 November 2014
ফেইসবুকীয় শোক সংবাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment