Friday, 31 October 2014

কবিতা

এইসব আজন্ম পাপের কাব্য পাখিদের জানা ছিলো না। ফলে তারা উত্তর থেকে পাড়ি জমিয়েছিলো দক্ষিণে। হাওয়াদের সাথে পাল্লা দিয়ে উড়েছিলো দারুণ বেগে। স্বপ্নভর্তি বুকের পাজর সমেত দক্ষিণে এসে আশাহত হতে হয় তাদের। কেননা সেখানে পাপের রাজ্য গড়ে উঠেছিলো ততদিনে। ফলে ফিরে যাওয়া ছাড়া গতি কি??

No comments:

Post a Comment