Friday 31 October 2014

রাত

মাঝে মধ্যে রাত দুপুরে জোছনা কুড়াবার বাতিক জাগে মনে। ঘর দরজা ঠেলে উঠোনে নেমে পড়লেই আকাশ। আকাশের বুক আকড়ে বেঁচে থাকে চাঁদ। অথচ আকাশের কোন আশ্রয় নেই। বুক জুড়ে শুধু শূন্যতা। আমি সেই শূন্যতাকেই ভালোবাসি। আকাশও বোধয় ভালোবাসে আমাকে।

No comments:

Post a Comment