Friday 31 October 2014

কবিতা ২

এখন বেহাল দশা ঘুমের।
রাজ্যজুড়ে কেউ জেগে নেই
রাতের চোখে ঝিমুনি
ঘুমঘোরে নাক ডাকে আঁধার
চোখ বুজে এসেছে চাঁদেরও
তারার পাড়াও ঘুমের রাজ্যে
ঘুঘুরা ডাক থামিয়ে
আয়োজন করছে ঘুমের
রাতজাগা পাখিরাও ঘুমে ডুবে গেছে
রাতের কোলে মাথা পেতে
শুয়ে পড়েছে হাওয়াও।
সবাই যখন ঘুমে মগ্ন
আমার তখন ঘুমহীন রাত্রি জাগার পালা।

No comments:

Post a Comment