Friday, 31 October 2014

পাহাড়ের কাব্য

পাহাড় দেখি নাই কভু
তবু শুধু মনে পড়ে পাথরের কথা।
মেঘ
যেখানে ছুঁয়ে গেছে পাহাড়ের অধর,
সেইখানটাতে চড়ি নাই কভু
তবু মেঘ ধরতে মন চায় শুধু।

No comments:

Post a Comment