স্বপ্ন দেখো হরদম ,হররোজ, সমুখে উন্মুক্ত স্বপ্নদুয়ার ! (প্রাণের কথা বলুন প্রাণ খুলে,লিখুন স্বপ্নদুয়ারে। ফেইসবুক ফ্যানপেইজ www.facebook.com/shopnoduar13 )
পাহাড় দেখি নাই কভু তবু শুধু মনে পড়ে পাথরের কথা। মেঘ যেখানে ছুঁয়ে গেছে পাহাড়ের অধর, সেইখানটাতে চড়ি নাই কভু তবু মেঘ ধরতে মন চায় শুধু।
No comments:
Post a Comment