Monday 3 November 2014

ভক্তি

ভক্তিতে মুক্তি মেলে ''
কথাটি আমি অনেক শুনেছি। যাহোক এখানে ভক্তি শব্দটি কিন্তু সচরাচর যে অর্থে ব্যবহৃত হয় সে অর্থে ব্যবহৃত হয় নি।  আব্বু বলে ভক্তি বলতে লেগে থাকো, কোন কিছুর পেছনে আঠার মত লেগে থাকো, তাহলে হয়ত তুমি সাফল্য পাবে আর না পেলেও মানসিকভাবে সন্তুষ্ট থাকবে এই ভেবে যে তুমি চেষ্টা করেও পারো নি।
আমরা বাঙালিরা যে কেমন তা কি বলব? বিষয়টা অনেকটা এরকম। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন পরিস্থিতি বুঝতে পারি এবং সেটা নিয়ে উঠে পড়ে লেগে যায়।  যদিও তখন করার তেমন কিছুই থাকে না। 
তাই আর ভক্তিতে মুক্তি মেলে না। ভক্তি করলে যদি মুক্তি মেলে তবে তুমি পার হয়ে গেলে আর না মিললে কি আর করা শান্ত্বনা তো পেলে।  আর যদি ভক্তি না করো তবে তুমি কি পেলে????

No comments:

Post a Comment