Saturday, 1 November 2014

ফুল

ভুলগুলো ফুল হয়ে গেলে পাখিদের বাড়ে কলরব।
প্রজাপতির ডানায় লেগে থাকে রোদ আর রংধনু।
তবু কেনো আকাশের বুকে শূন্যতা বাড়ে বরাবরই?
কিছু মেঘ হাওয়া বদলের সাক্ষী হয়ে থাকে,
আর আমাদের মতন ভবঘুরেদের জীবনেও নেমে আসে কুয়াশা।

কেন সব বদলে গেলে বদলাই না আমরা? বদলে না আমাদের ভাগ্যলিখণ।

No comments:

Post a Comment