Friday, 31 October 2014

পাহাড়ের কাব্য

পাহাড় দেখি নাই কভু
তবু শুধু মনে পড়ে পাথরের কথা।
মেঘ
যেখানে ছুঁয়ে গেছে পাহাড়ের অধর,
সেইখানটাতে চড়ি নাই কভু
তবু মেঘ ধরতে মন চায় শুধু।

রাত

মাঝে মধ্যে রাত দুপুরে জোছনা কুড়াবার বাতিক জাগে মনে। ঘর দরজা ঠেলে উঠোনে নেমে পড়লেই আকাশ। আকাশের বুক আকড়ে বেঁচে থাকে চাঁদ। অথচ আকাশের কোন আশ্রয় নেই। বুক জুড়ে শুধু শূন্যতা। আমি সেই শূন্যতাকেই ভালোবাসি। আকাশও বোধয় ভালোবাসে আমাকে।

কবিতা ২

এখন বেহাল দশা ঘুমের।
রাজ্যজুড়ে কেউ জেগে নেই
রাতের চোখে ঝিমুনি
ঘুমঘোরে নাক ডাকে আঁধার
চোখ বুজে এসেছে চাঁদেরও
তারার পাড়াও ঘুমের রাজ্যে
ঘুঘুরা ডাক থামিয়ে
আয়োজন করছে ঘুমের
রাতজাগা পাখিরাও ঘুমে ডুবে গেছে
রাতের কোলে মাথা পেতে
শুয়ে পড়েছে হাওয়াও।
সবাই যখন ঘুমে মগ্ন
আমার তখন ঘুমহীন রাত্রি জাগার পালা।

কবিতা

এইসব আজন্ম পাপের কাব্য পাখিদের জানা ছিলো না। ফলে তারা উত্তর থেকে পাড়ি জমিয়েছিলো দক্ষিণে। হাওয়াদের সাথে পাল্লা দিয়ে উড়েছিলো দারুণ বেগে। স্বপ্নভর্তি বুকের পাজর সমেত দক্ষিণে এসে আশাহত হতে হয় তাদের। কেননা সেখানে পাপের রাজ্য গড়ে উঠেছিলো ততদিনে। ফলে ফিরে যাওয়া ছাড়া গতি কি??